রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২১ অক্টোবর ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

রুদ্ধশ্বাস সুপার ওভারে এক রানে হারল বাংলাদেশ, সিরিজে সমতায় ক্যারিবীয়রা


bd-westindies

ম্যাচের একটি দৃশ্য

মিরপুরে রুদ্ধশ্বাস সুপার ওভারে হেরেই গেলো বাংলাদেশ। ১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম বলেই চলে এসেছিল ৫ রান (নো আর ওয়াইড-বলের সুবাদে)। কিন্তু পরের ৫ বলে ৪ রানের বেশি নিতে পারলো না। ১ রানে হেরে গেলো টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে এ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ক্যারিবীয়রা।

এর আগে মূল ম্যাচেও নাটক কম হয়নি। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল মাত্র ৫ রান, হাতে ছিল ২ উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বল তুলে দেন পার্টটাইম অফস্পিনার সাইফ হাসানের হাতে। সেই সাইফই দেন মাত্র ৪ রান এবং নেন ১ উইকেট—ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে বাংলাদেশের হয়ে বল করেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাট হাতে নামেন শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। প্রথম বলেই সিঙ্গেল, দ্বিতীয় বলেই রাদারফোর্ডের উইকেট। এরপর হোপের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ চার। নির্ধারিত ওভারে ১০ রান তোলে ক্যারিবীয়রা।

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ১১ রান। প্রথম বলেই নো আর ওয়াইডের সুবাদে ৫ রান পেলেও পরের পাঁচ বলে আর জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। দ্বিতীয় বলে ডট, তৃতীয় বলে সিঙ্গেল, চতুর্থ বলে সৌম্য সরকারের ক্যাচ, পঞ্চম বলে লেগ বাই, শেষ বলে সিঙ্গেল। শেষ পর্যন্ত ১ রানে হেরে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে ঝড় তোলেন রিশাদ হোসেন—মাত্র ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে গড়েন রেকর্ডও। ১০ বলের বেশি খেলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেট (২৭৮.৫৭) তাঁর দখলে।

সৌম্য সরকার করেন ৪৫, মেহেদী হাসান মিরাজ ৩২ এবং নুরুল হাসান সোহান ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুদাকেশ মোতি ৩টি এবং আকিল হোসেন ও অলিক আথানেজে ২টি করে উইকেট নেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতেই ধাক্কা খেলেও শাই হোপের অপরাজিত ৫৩ রানের লড়াকু ইনিংসে ম্যাচ ফেরান ক্যারিবীয়রা। তাতে শেষ পর্যন্ত মূল ম্যাচ টাই হয় এবং রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।