রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৩ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার

আগ্রাসি শুরু, গতানুগতিক শেষ, ক্যারিবীয়দের লক্ষ্য ২৯৭


BD WI

মিরপুরে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত সূচনা সত্ত্বেও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়লেও, পরের ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইনিংস শেষ হয় ২৯৬ রানে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৭ রান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরুতেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে মাঠ কাঁপান সাইফ ও সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হয়ে প্রথম ২০ ওভারের মধ্যেই গড়েন শতরানের জুটি—যা মিরপুরে ১০ বছর পর ওয়ানডেতে দেখা গেল কোনো উদ্বোধনী পার্টনারশিপে।

২০১৫ সালের নভেম্বরে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ১৪৭ রানের জুটির পর এটাই মিরপুরে সর্বোচ্চ ওপেনিং জুটি।

সাইফ ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন, অন্যদিকে সৌম্য ৪৮ বলে নিজের ১৪তম ফিফটির দেখা পান। তবে দুজনের জুটি ভাঙে দলীয় ১৭৬ রানে। ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। এরপর মাত্র কয়েক বলের ব্যবধানে ৮৬ বলে ৯১ রান করে আউট হন সৌম্য সরকার, মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার।

তাদের ১৭৬ রানের জুটি ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী পার্টনারশিপ। শীর্ষে রয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস, যারা ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২৯২ রান।

তবে দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের গতি হারায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফেলে দলটি। নাজমুল হোসেন শান্ত ৪৪ রান করে ফিফটি মিস করেন ৬ রানের জন্য, আর তাওহিদ হৃদয় করেন ২৮।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৬ রানে থামে টাইগারদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার—তিনি একাই তুলে নেন ৪ উইকেট।

এখন টাইগারদের বোলারদের দায়িত্ব ক্যারিবীয় ব্যাটারদের থামিয়ে সিরিজ নিজেদের করে নেওয়া।