
নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টি ১৮৩ রানের — ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার পেলো দ্বিতীয় বড় জয়। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দীর্ঘ বিরতির পর আবারও সিরিজ জয়ের মুখ দেখল বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আধিপত্য দেখান বাংলাদেশের স্পিনাররা। নাসুম আহমেদ মাত্র ১১ রান খরচায় নেন ৩ উইকেট, রিশাদ হোসেন ৫৪ রানে ৩ উইকেট, আর মিরাজ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ধাক্কা দেন নাসুম আহমেদ। মাত্র ৩৫ রানে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর তানভীর ফেরান উইন্ডিজ অধিনায়ক শাই হোপকে। লেগ স্পিনার রিশাদ জোড়া আঘাতে শেরফান রাদারফোর্ড ও রস্টন চেজকে ফেরালে একপ্রকার ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আলিক হোসেন।
এর আগে বাংলাদেশ ইনিংস গড়েন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ২৫.২ ওভারে ১৭৬ রানের জুটি গড়ে তারা তুলে নেন ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করেন।
তবে ওপেনারদের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয় করেন ২৮, শান্ত ৪৪, আর শেষ দিকে মিরাজ ও সোহানের ছোট ইনিংসে দল পৌঁছে যায় ২৯৬ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন।
দারুণ এই জয়ের মাধ্যমে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিলো বাংলাদেশ — যা মিরাজ-নাসুমদের জন্য গর্বের আরেকটি অধ্যায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, পিয়ের ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আথানেজ ১৫, কিং ১৮, ওগিস ০, কার্টি ৩৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেইস ০, গ্রেভস ১৫, মোটি ৭, আকিল ২৭, পিয়ের ০; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)।
ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার।
ম্যান অব দা সিরিজ: রিশাদ হোসেন।




























