
শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। তবে মাঠের খেলায় সেই প্রতিরোধ দেখা গেল না। ব্যাংককে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে শামসুন্নাহার-সাবিনারা।
শুক্রবার থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামলেও উল্টো আরও দুই গোল হজম করে দলটি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড রয়েছে ৫৩তম স্থানে, যেখানে বাংলাদেশ ১০৪তম। নিয়মিত এশিয়ান কাপ খেলা দল থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর তাল সামলাতে পারেনি মেয়েরা।
তবে পরিসংখ্যান বলছে, আগের তুলনায় উন্নতির ইঙ্গিত রয়েছে বাংলাদেশ নারী ফুটবলে। ২০১৩ সালে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে ৯-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই এবার গোলের ব্যবধান কমানোও দলের পারফরম্যান্স উন্নতির জানান দেয়।
এই সফরে থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচগুলো খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল।





























