
ভারতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বিশ্বকাপ খেলতে আসা দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল প্রায় ১১টার দিকে একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আকিল খান। এক প্রত্যক্ষদর্শী তার মোটরসাইকেলের নম্বর লিপিবদ্ধ করায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল বর্তমানে আইসিসি নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে।
ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দান্ডোতিয়া বলেন, ‘অস্ট্রেলিয়ান নিরাপত্তা দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে যে দুই খেলোয়াড়ের সঙ্গে হোটেলে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হয় এবং কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
এফআইআর অনুসারে, সকাল ১১টার দিকে দুই খেলোয়াড় হোটেল থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে একজনের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। খেলোয়াড়রা প্রতিরোধ করলে সে পালিয়ে যায়।
অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তা সিমন্স জানান, সকাল ১১টা ৮ মিনিটে এক খেলোয়াড় তার মোবাইলে “লাইভ লোকেশন” পাঠিয়ে বিপদের ইঙ্গিত দেন। তিনি বার্তায় লেখেন, ‘হেই SOS, আমি আমার লাইভ লোকেশন পাঠাচ্ছি… একজন লোক আমাদের অনুসরণ করছে এবং ধরার চেষ্টা করছে।’
খেলোয়াড় পরে ফোনে জানান, একজন প্রায় ৩০ বছর বয়সী ব্যক্তি সাদা শার্ট, কালো ক্যাপ পরে, কালো মোটরসাইকেলে চড়ে তাদের পিছু নিচ্ছিল। তার মাথায় হেলমেট ছিল না।
ঘটনার পরপরই দলের লিয়াজোঁ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পুলিশ টহল দল দ্রুত পৌঁছে খেলোয়াড়দের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনে। পরে খেলোয়াড় আবার সিমন্সকে মেসেজ দিয়ে জানান, স্থানীয় পুলিশ এসে তাদের সহায়তা করেছে। রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত হয়।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, ঘটনাটি দুঃখজনক হলেও খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বলয়ের বাইরে গিয়েছিলেন, তা তারা পর্যালোচনা করছে।




























