রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোলের মাইলফলক রোনালদোর


ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোলের মাইলফলকে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে ৮৮ মিনিটে গোলটি করেন পর্তুগিজ তারকা।

এই গোল আল নাসরকে এনে দেয় ২-০ ব্যবধানের নিশ্চিত জয়। চলতি মৌসুমে এটি ছিল রোনালদোর ষষ্ঠ লিগ গোল ও মোট সপ্তম। প্রতিনিয়ত নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। এক হাজার গোলের মাইলফলটে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন এই তারকা ফুটবলার।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দিয়েই যেন নতুন করে জ্বলে উঠেছেন সিআরসেভেন। সৌদি ক্লাবটির জার্সিতে ইতোমধ্যে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।

পর্তুগাল জাতীয় দলের হয়ে। স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো।  জুভেন্টাস ও আল নাসরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।