রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৭ অক্টোবর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার

এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ


Bangladesh

ফিফা র‌্যাংকিংয়ে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে তা মাঠেও স্পষ্ট হলো। প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ব্যাংককে স্বাগতিকদের কাছে ৫-১ গোলের বড় পরাজয় দেখেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে হেরেছিল ৩-০ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাইল্যান্ড ১২ মিনিটে অধিনায়ক সাওয়ালাকের গোলে লিড নেয়। ২৩ মিনিটে জিরাপর্ন ব্যবধান দ্বিগুণ করেন। ২৯ মিনিটে কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেডে একটি গোল শোধ করলেও বেশিক্ষণ টিকেনি আনন্দ। ৩৪ মিনিটে ম্যাডিসনের গোলে আবার ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।

বিরতির পর আরও দুই গোল হজম করে লাল-সবুজের মেয়েরা। রূপনার ভুলে ৫৪ মিনিটে মেরিসন গোল করেন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে জিরাপর্ন করেন দলের পঞ্চম গোল।

শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পেলেও ঋতুপর্ণার শট লক্ষ্যভেদ করতে পারেনি।