শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩০ অক্টোবর ২০২৫, ২:৩২ অপরাহ্ন
শেয়ার

ইঁদুর যাচ্ছে মহাকাশ স্টেশনে


Rat 2

চীন প্রথমবারের মতো নিজেদের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ইঁদুর নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে যাচ্ছে। বৃহস্পতিবার চায়না ম্যানড স্পেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।

শেনচৌ-২১ মহাকাশযানে করে চারটি ইঁদুর (দুটি পুরুষ ও দুটি স্ত্রী) মহাকাশ স্টেশনে পাঠানো হবে। উদ্দেশ্য হচ্ছে, মহাকাশের পরিবেশ, বিশেষ করে মাইক্রোগ্র্যাভিটি ও ছোট আবদ্ধ স্থান ইঁদুরের আচরণে কেমন প্রভাব ফেলে তা পরীক্ষা করা।

পরে ইঁদুরগুলোকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এরপর তাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও টিস্যু কীভাবে মহাকাশের পরিবেশে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়ে গভীর গবেষণা করা হবে।

শেনচৌ-২১ মহাকাশযান শুক্রবার (৩১ অক্টোবার) রাতে উৎক্ষেপণের কথা রয়েছে। এই মিশনে ২৭টি নতুন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন।