
রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে ভারত
অস্ট্রেলিয়ার নারীরা গড়েছিল ৩৩৮ রানের বিশাল পাহাড়। কিন্তু সেই পাহাড় টপকে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় নারীরা। মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত নারী বিশ্বকাপের সেমিফাইনালে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় ভারত। এই জয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল তারা।
নারীদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয়ের নজির নেই কারও। এমনকি ভারতও কখনো বিশ্বমঞ্চে ২০০ রানের বেশি তাড়া করে জেতেনি—তাই এই জয় এক অনন্য রেকর্ডে পরিণত হলো।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। ওপেনার লিচফিল্ড ৯৩ বলে ঝলমলে ১১৯ রানের ইনিংস খেলেন, আর পেরি করেন ৭৭ রান। গার্ডনার শেষ দিকে ৪৫ বলে ৬৩ রান যোগ করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। ভারতের হয়ে শ্রী চরণী ও দীপ্তি শর্মা নেন ২টি করে উইকেট।
৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। শেফালি ভার্মা দ্রুত ফিরলেও জেমিমাহ রদ্রিগেজ মাঠে নামতেই বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে স্মৃতি মান্ধানার সঙ্গে ৪৬ রানের জুটি, এরপর অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে গড়ে তোলেন ১৬৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ।
হরমনপ্রীত ৮৯ রান করে আউট হলেও অপর প্রান্তে জেমিমাহ থেকে যান দৃঢ়চিত্তে। ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের অনবদ্য ইনিংসে ১৪টি চারের ফুলঝুরি ছড়ান তিনি। তার সঙ্গে শেষদিকে দীপ্তি শর্মা (২৪), ঋচা ঘোষ (২৬) ও অমনজ্যোত কৌর (১৫*) মিলে সহজেই জয় নিশ্চিত করেন।
শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় ভারতীয় নারীরা। এই জয়ে শুধু ফাইনালের টিকিটই নয়, বরং অস্ট্রেলিয়ার ২০২৫ বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে দিল তারা।
এখন ভারতের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ। রোববার ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে আজকের দিনটা নিঃসন্দেহে জেমিমাহ রদ্রিগেজের—যার ব্যাটে উজ্জ্বল হলো ভারতীয় নারীদের নতুন আত্মবিশ্বাস ও স্বপ্ন।




























