শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৩১ অক্টোবর ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেলো বাংলাদেশ


bangladesh-team

ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে ধবলধোলাইয়ের লজ্জায় পড়লো লিটন দাসের দল। ক্যারিবীয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। পুরো ইনিংসজুড়ে একাই লড়াই করেছেন তিনি।

তামিম ৬২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১০টি চার ও ২টি ছয়। সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থামতে হয় তাকে। এছাড়া সাইফ হাসান ২২ বলে ২৩ রান করেন। বাকিদের ব্যাট থেকে তেমন কোনো অবদান আসেনি। নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রোমারিও শেফার্ড। তিনি হ্যাটট্রিকসহ ৩টি উইকেট নেন। এছাড়া খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার নেন ২টি করে উইকেট।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি ক্যারিবীয়ানরা। দলীয় ৫২ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে এরপর রস্টন চেজ ও আকিম অগাস্টের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

দুই ব্যাটারই খেলেন ঝড়ো ইনিংস। চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করেন। তাদের ৯১ রানের জুটিতে সহজ হয়ে যায় লক্ষ্য। শেষ দিকে কয়েকটি উইকেট হারালেও ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এই হারের মধ্য দিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেলো বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার কারণে পুরো সিরিজজুড়ে ছন্দহীন ছিল দলটি।