রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৯, গ্রেপ্তার ২


UK

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন যাত্রী। হামলার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ব্রিটিশ পরিবহন পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে ট্রেনটি দক্ষিণ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসে যাত্রা শুরু করেছিল। ট্রেনটি যাত্রা শুরু করার প্রায় দেড় ঘণ্টা পর হামলাটি সংঘটিত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন আহত হয়েছেন। মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, তবে আহতদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, “ট্রেন হান্টিংডনের কাছে পৌঁছানোর সময় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আমাদের কামরায় ঢুকে বলেন, ‘তাদের কাছে ছুরি আছে। আমাকে আক্রমণ করেছে।’ বলেই তিনি মাটিতে পড়ে যান।”

বিবিসি ও স্কাই নিউজের খবরে বলা হয়, ট্রেনটি স্টেশনে থামার পরপরই পরিবহন পুলিশ দ্রুত অভিযান চালায় এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের পরিচয় নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক বিবৃতিতে ঘটনাটিকে “বাকরুদ্ধকর ও গভীরভাবে উদ্বেগজনক” বলে মন্তব্য করেন। তিনি আহতদের প্রতি সহানুভূতি জানান এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য জরুরি সেবা কর্মকর্তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ওই এলাকার বাসিন্দা ও যাত্রীদের পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।