রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ নভেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের লক্ষ্য দিল ভারত


jemimahনারীদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। রবিবার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে হারমানপ্রিত কৌরের দল।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ভেজা আউটফিল্ডের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে অল্প রানে আটকে রাখার আশা করেছিলেন, তবে তা বাস্তবায়ন হয়নি। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে জুটি গড়েন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। এই জুটি মাত্র ১৭.৩ ওভারে ১০৪ রান যোগ করেন। ৪৫ রান করে মান্ধানা ফিরলেও শেফালি খেলেন ৮৭ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

এরপর জেমিমাহ রদ্রিগেজ (২৪) ও শেফালির জুটি দলকে আরও এগিয়ে নেয়। তবে ২৮তম ওভারে শেফালির বিদায়ের পর ইনিংস কিছুটা ধীর হয়ে যায়। এরপর দীপ্তি শর্মা (৫৮) ও হারমানপ্রিত কৌর (২০) মধ্য ওভারে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রান তিনশর কাছাকাছি নিয়ে যান। শেষদিকে রিচা ঘোষের ৩৪ রানের ঝড়ো ইনিংসে ২৯৮ রানে পৌঁছায় ভারত।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে আয়াবোঙ্গা খাকা সবচেয়ে সফল ছিলেন। তিনি ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ননকুলুলেকো ম্লাবা, নাদিনে ডি ক্লার্ক ও ক্লোয়ি ট্রায়ন পেয়েছেন একটি করে উইকেট।

এখন দেখার বিষয় — ভারত কি পারবে এই রান রক্ষা করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিততে, নাকি রান তাড়ায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো ট্রফি হাতে তুলবে দক্ষিণ আফ্রিকা?