
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার (২ নভেম্বর) রাজ্যের ফালৌদি জেলার মাতোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি যাত্রীবাহী বাস পার্কিংয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে জোরালোভাবে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলটি জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতমালা হাইওয়েতে অবস্থিত।
পুলিশ জানায়, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে পুলিশ ও স্থানীয়রা অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নিহতদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও শোক প্রকাশ করে বলেছেন, “ভয়াবহ এই দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত ব্যথিত। ঈশ্বর যেন নিহতদের আত্মাকে শান্তি ও তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে একটি স্লিপার বাসে আগুন ধরে ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর থেকেই রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে।





























