
মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, আপাতত এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করা হয়েছে।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটি বেশ কিছুদিন ধরেই শূন্য ছিল। নিক পোথাস ও ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে পরামর্শকের ভূমিকা পালন করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় নতুন মুখ খুঁজছিল বিসিবি।
ঘরোয়া ক্রিকেটে তার কোচিং অভিজ্ঞতা রয়েছে। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে তিনি গ্লোবাল সুপার লিগ জিতেছেন এবং সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।




























