
ভারতের বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটিতে ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক আবারে ভোট “চুরি” হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রাহুল গান্ধী দাবি করেন, ভোটার তালিকার তথ্য অনুযায়ী ২৫ লাখ ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বিজেপির জয় নিশ্চিত করতে নির্বাচন কমিশন তাদের সঙ্গে যোগসাজশ করেছিল।
তিনি জানান, এই ‘কেন্দ্রীয় পরিকল্পনা’র অংশ হিসেবে একটি ব্রাজিলীয় মডেলের ছবি ১০টি ভোটকেন্দ্রে ২২ বার ব্যবহার করা হয়—তার জন্য ‘সীমা’, ‘সুইটি’ ও ‘সরস্বতী’র মতো নাম ব্যবহার করা হয়েছিল। রাহুল গান্ধী এই তথ্য উপস্থাপন করেন “দ্য এইচ-ফাইলস” শিরোনামের একটি প্রেজেন্টেশনে, যা তিনি সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন।
অভিযোগের স্বপক্ষে বেশ কিছু প্রমানও হাজির করেন এই কংগ্রেস নেতা। যদিও ক্ষমতাসীন বিজেপি তার অভিযোগকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। দলটি অভিযোগ করেছে, রাহুল গান্ধী নিজের ব্যর্থতা ঢাকতে এবং দেশের গণতন্ত্রকে কলঙ্কিত করতে নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন তুলছেন।





























