শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১১


plane-crash

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইউপিএস কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও এক ডজনের বেশি আহত হয়েছে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি উড্ডয়নের সময় বাঁ ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই বড় আগুন ছড়িয়ে পড়ে এবং বাতাসে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানে তিনজন ক্রু ছিলেন।

দুর্ঘটনাস্থলের কাছে একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র ও একটি গাড়ির যন্ত্রাংশ কারখানা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ এলাকাবাসীকে নিরাপত্তার কারণে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

জাতীয় পরিবহন ও নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। উড্ডয়নের সময়ই কার্গো বিমানে বিস্ফোরণ ঘটায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দূর্ঘটনার ভিডিওতে দেখা যায়, রানওয়ের পাশে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। আহতদের মধ্যে অনেকের শ্বাসনালি দগ্ধ হয়েছে এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

উল্লেখ্য, লুইসভিলে ইউপিএসের প্রধান বিমানঘাঁটি অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট ওঠানামা করে।