রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শেয়ার

নৌবাহিনীতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করলো চীন


China Ship

বিমানবাহী রণতরী ‘ফুচিয়ান’

দীর্ঘ পরীক্ষা শেষে চীনের নৌবাহিনীতে যুক্ত হলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি যুক্ত বিমানবাহী রণতরী ‘ফুচিয়ান’। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক শক্তিচালিত রণতরী ছাড়া বিশ্বের আর কোনও বিমানবাহী রণতরীতে এই প্রযুক্তি নেই।

ফুচিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। চীনের পূর্ব উপকূলের ফুচিয়ান প্রদেশের নামে এর নামকরণ করা হয়েছে। এর আগের দুটি রণতরী—লিয়াওনিং ও শানতোংয়ের তুলনায় এর প্রযুক্তি অনেক উন্নত।

ফুচিয়ান হলো বিশ্বের প্রথম প্রচলিত জ্বালানিচালিত বিমানবাহী রণতরী যা ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত। সামুদ্রিক পরীক্ষার সময় রণতরীটি এই সিস্টেম, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক বিমানের মধ্যে সফল সমন্বয় দেখিয়েছে।

ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি তিনটি ভিন্ন ধরনের বিমান, বিশেষ করে ভারী যুদ্ধবিমান এবং স্টেলথ বিমান উড্ডয়ন করাতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করে স্টেলথ বিমান উড্ডয়ন করানোর ঘটনা এটিই প্রথম।

পরীক্ষার সময় এই রণতরী থেকে উড্ডয়ন করানো হয় চীনের নতুন জে-৩৫ স্টেলথ ফাইটারের নৌ সংস্করণ, কে–জে৬০০ আর্লি-ওয়ার্নিং বিমান এবং জে–১৫ জেটের একটি উন্নত সংস্করণ।

‘ফুচিয়ান’ ৮০ হাজার টনেরও বেশি ওজন বহনে সক্ষম। রণতরীটির পরীক্ষা ২০২৪ সালের মে’তে শুরু হয়।