রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

আসছে নতুন ভিসা, কম খরচেই যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে


gcc-country

কম খরচেই যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

অবশেষে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) চালু করতে যাচ্ছে একক পর্যটন ভিসা, যার মাধ্যমে একবার আবেদন করেই ভ্রমণ করা যাবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন। আগামী বছর থেকেই এই নতুন ভিসা কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব।

‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামে পরিচিত এই একক ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা সহজ প্রক্রিয়ায় ছয়টি দেশ ঘুরে দেখতে পারবেন। এতে সময় ও খরচ—দুটোই কমবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন, চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি বাস্তবায়নের পথে এসেছে। এটি জিসিসি অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক সংযোগ জোরদারের এক বড় পদক্ষেপ হবে।

২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই ভিসা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসার আদলে তৈরি এই ভিসায় প্রাথমিকভাবে পর্যটন ও পারিবারিক ভ্রমণকারীরা আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনভিত্তিক।

আবেদনের জন্য ছয় মাস মেয়াদী পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, আবাসনের তথ্য, ভ্রমণ বিমা, আর্থিক সক্ষমতার প্রমাণ ও ফেরার টিকিট জমা দিতে হবে। সরকারি অনলাইন পোর্টালে নথি আপলোড, ফি পরিশোধ এবং ই-মেইলে ডিজিটাল ভিসা পাওয়া যাবে।

ভিসার মেয়াদ এক থেকে তিন মাস পর্যন্ত হতে পারে। জিসিসি কর্মকর্তারা বলছেন, এই একক ভিসা চালু হলে বিদেশি পর্যটকদের অবস্থানকাল বাড়বে, ভ্রমণ বৃদ্ধি পাবে এবং উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।

আগামী বছর ভিসাটি আনুষ্ঠানিকভাবে চালুর আগে আবেদন পোর্টাল খোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।