শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার

বিহার বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে


Bihar Vote

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

ভারতের বিহার রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। গত ৬ নভেম্বর প্রথম দফায় রাজ্য বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ১২১ আসনে ভোট নেয়া হয়। দ্বিতীয় ও শেষ দফায় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ১২২ বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিহার রাজ্যের এবারের ভোট ভারতের জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ভারতের দুই বড় দল ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস দুই নির্বাচনী জোট গড়ে লড়াই করছে। গত প্রায় ২০ বছর ধরে রাজ্যটিতে ক্ষমতায় আছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেড প্রধন নীতিশ কুমার, যিনি বিজেপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) জোটে আছেন।

অন্যদিকে কংগ্রেস আছে বিহারের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জনতা দলে (আজেডি) সাথে মহাজোটে। যারা এবার রাজ্যটিতে ক্ষমতায় আসতে মরিয়া।

দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। এর মধ্যে বেশিরভাগ ভোটার (২.২৮ কোটি) ৩০ থেকে ৬০ বছর বয়সী। মাত্র ৭ লাখ ৬৯ হাজার ভোটারের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

প্রথম দফায় রেকর্ডসংখ্যক ভোট পড়েছিল। ভোটের হার ছিল ৬৪.৬৬ শতাংশ।

আসছে ১৪ নভেম্বর ভোট গণনা হবে।