শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৬ নভেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু


libya

ফাইল ছবি: রয়টার্স

লিবিয়ার উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লিবিয়ান রেড ক্রিসেন্ট রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।

আল জাজিরার বরাতে জানা যায়, প্রথম নৌকাটিতে ২৬ বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন অভিবাসী—এর মধ্যে দুইজন মিশরীয়, কয়েকজন সুদানী নাগরিক ও আট শিশু থাকলেও তাদের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার নয়।

ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। কোস্টগার্ড ও বন্দর নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বুধবার আইওএম জানিয়েছিল, আল বুরি তেলক্ষেত্রের কাছে আরেক নৌকাডুবিতে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হন। অক্টোবরেও ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়।

জাতিসংঘের সাম্প্রতিক এক বৈঠকে কয়েকটি দেশ লিবিয়ায় অভিবাসী-শরণার্থী আটক কেন্দ্রগুলো বন্ধের দাবি জানিয়েছে।