শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২০ নভেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
শেয়ার

বুদ্ধিমান রোবটদের নিয়ে প্রতিযোগিতা


robot 1

আয়োজনে চীন ও চীনের বাইরের ৯৯টি দল অংশ নেয়

বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেলো দ্বিতীয় ইন্টেলিজেন্স রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সোমবার ও মঙ্গলবারের দুই দিনব্যাপী এই আয়োজনে চীন ও চীনের বাইরের ৯৯টি দল অংশ নেয়।

প্রতিযোগিতা ছিল দুটি বিভাগে—‘অটোনোমাস কমপ্লিশন’ এবং ‘টেলি-অপারেশন কমপ্লিশন’। লক্ষ্য ছিল বাস্তব জীবনের শিল্প ও দৈনন্দিন কাজে রোবট প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, তা প্রদর্শন করা।

এতে দেখা গেছে পিয়ানো বাজানো হিউম্যানয়েড রোবট—যারা শুধু বিনোদনই দেয়নি, বরং হাতের সূক্ষ্ম গতি, নড়াচড়ার দক্ষতা ও যথাযথ অবস্থান নিয়ন্ত্রণে বড় অগ্রগতিও তুলে ধরেছে। অন্য এক স্থানে রোবটকে দেখা গেল কাপড় ভাঁজ করতে, ঘর পরিষ্কার করতে, খাবার গরম করতে ও কফি তৈরি করতে।

চোংকুয়ানছুন সায়েন্স সিটির ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডিপার্টমেন্টের পরিচালক চিয়াং তাকুয়ান জানান, ফাইনালে ওঠা দলগুলোর ৬০ শতাংশই বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। শীর্ষ কোম্পানি ও ব্যক্তিগত ডেভেলপাররাও অংশ নিয়েছেন, যা শিল্প–বিশ্ববিদ্যালয়–গবেষণা সহযোগিতার শক্তিশালী ধারা তুলে ধরে।

পাঁচ মাসব্যাপী এই প্রতিযোগিতা বেইজিংকে এমবডিড ইন্টেলিজেন্স ক্ষেত্রে বিশ্বে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে।