
ফাইল ছবি
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত এক মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে বৃহস্পতিবার একটি বাড়িতে বিমান হামলায় নিহত হয় এক নবজাতক কন্যাশিশু। তার আগের দিন বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাত শিশু নিহত হয়।
পিরেস বলেন, “এটি একটি ঘোষিত যুদ্ধবিরতির সময়ের ঘটনা। এই ধারা ভয়াবহ।” তিনি আরও বলেন, “আমরা বহুবার বলেছি—এগুলো শুধু সংখ্যা নয়। প্রতিটি শিশু একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন; যা হঠাৎ করেই সহিংসতায় নিভে গেছে।”
ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৬৪ হাজার শিশু নিহত ও আহত হয়েছে। সংস্থাটি বলছে, চলমান এই সহিংসতার সবচেয়ে বড় চাপ এসে পড়েছে গাজার শিশুদের ওপরই।






























