শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ নভেম্বর ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি: ঢাবি ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ


DU

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রোববার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনার টেবিলে আনা হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবাসিক হলগুলোর অবস্থা পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তাঁদের মূল্যায়নে দেখা যায়, ভূমিকম্প–পরবর্তী ভবনগুলোর ঝুঁকি নিরূপণ, কাঠামোগত পরীক্ষা ও সংস্কার জরুরি হয়ে পড়েছে। সেজন্য দ্রুততম সময়ের মধ্যে হলগুলো খালি করাই উত্তম বলে মত দেন বিশেষজ্ঞরা।

এই সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভা ৬ ডিসেম্বর পর্যন্ত ক্লাস–পরীক্ষা বন্ধ এবং আবাসিক হল খালি রাখার সিদ্ধান্ত অনুমোদন করে। একই সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার জন্য প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিকে ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের সব অফিস যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু রবিবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত করে প্রাথমিক ঘোষণা দেয়। তবে রাতেই পরিস্থিতি বিবেচনা করে বন্ধের মেয়াদ বাড়িয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়।