শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ নভেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত


Lebanon

একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত হয়েছেন। রোববারের এই হামলা এবং নিহত হওয়ার কথা ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ গোষ্ঠী আলাদাভাবে নিশ্চিত করেছে।

লেবানন কর্তৃপক্ষ জানায়, একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে যেখানে হিজবুল্লাহর সামরিক প্রধানও ছিলেন ।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার হলেন হাইথাম আলী তাবাতাবা। এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে করা হয়েছিল।

হামলার পরপরই এক বিবৃতিতে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা ‘হিজবুল্লাহর প্রধান জেনারেল স্টাফ হাইথাম আলী তাবাতাবাইকে হত্যা করেছে।’