
এখনো নিখোঁজ আছেন আরও অন্তত ২৭৯ জন
হংকংয়ে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন আরও অন্তত ২৭৯ জন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিটি-স্টেট তাই পো এলাকায় একাধিক উচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের বাইরে স্থাপিত বাঁশের তৈরি স্ক্যাফোল্ডিং থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা দ্রুত সংস্কারকাজে ব্যবহৃত সবুজ জালের আবরণে ছড়িয়ে পড়ে।
হংকংয়ে এর আগে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ১৯৬২ সালের আগস্টে। সে সময় শাম শুই পো এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৪৪ জনের প্রাণহানি ঘটে।





























