শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শেয়ার

ইউরোপে হামলা না করার লিখিত নিশ্চয়তা দিতে প্রস্তুত পুতিন


Putin

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের নতুন কোনো দেশে রাশিয়া হামলা করবে না—এ মর্মে তিনি লিখিত নিশ্চয়তা দিতে প্রস্তুত। অন্য আরেকটি দেশ আক্রমণের পরিকল্পনা রয়েছে—পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগকে তিনি “মিথ্যা” ও “সম্পূর্ণ বাজে কথা” বলে উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সিএসটিও (কলেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন) সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভ্লাদিমির। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর সমন্বয়ে গঠিত রাশিয়া-নেতৃত্বাধীন এই সামরিক জোটের বৈঠকের পর পুতিন বলেন, রাশিয়া ইউরোপ আক্রমণ করতে যাচ্ছে—এমন দাবি “হাস্যকর”।

পুতিন বলেন, “সত্য হলো—আমরা কখনোই এমন ইচ্ছে পোষণ করিনি। যদি তারা আমাদের কাছ থেকে লিখিতভাবে এটি শুনতে চায়, তাহলে আমরা সেভাবেও বলতে প্রস্তুত—এতে কোনো সমস্যা নেই।”

ইউরোপীয় নেতারা অবশ্য পুতিনের এমন আশ্বাসকে সন্দেহের চোখে দেখছেন। তাদের বক্তব্য, ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতেও পুতিন বহুবার আক্রমণের সম্ভাবনা অস্বীকার করেছিলেন।

ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে প্রশ্নের জবাবে পুতিন যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, এটি ভবিষ্যৎ আলোচনা চুক্তির “ভিত্তি হিসেবে কাজ করতে পারে”।

যুদ্ধ শেষ করতে “কার্যকর” আলোচনা শুরু করতে রাশিয়া প্রস্তুত বলেও জানান পুতিন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে এবং ইউক্রেনের আরও ভূখণ্ড দখল করবে।

লড়াই থামানোর একটি মৌলিক পূর্বশর্ত হিসেবে তিনি আবারো দাবি করেন, ইউক্রেনীয় বাহিনীকে পূর্বাঞ্চলীয় দোনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে—এর মধ্যে সেই এলাকাও রয়েছে, যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।

তিনি বলেন, “ইউক্রেনীয় সেনাদের যেসব এলাকা তারা ধরে রেখেছে সেখান থেকে সরে যেতে হবে—তাহলেই লড়াই বন্ধ হবে। যদি তারা না সরে, তাহলে আমরা সামরিক উপায়ে তা নিশ্চিত করব।”

ইউক্রেন অবশ্য বলেছে, এমন কোনো প্রত্যাহার তাদের রাজধানী কিয়েভের দিকে রুশ বাহিনীর আক্রমণের পথ আরও প্রশস্ত করে দেবে।