শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৯ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শেয়ার

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখার অপেক্ষায় ফিফা সভাপতি


fifa

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ! দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। ফিফা কাপ চলাকালীন সময়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও এর উত্তাপ দেখা যায়। গত বিশ্বকাপের সময়ও বাংলাদেশি সমর্থকদের উদযাপন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বাংলাদেশ কখনো বিশ্বকাপে অংশ নিতে না পারলেও, একদিন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে এমনটাই প্রত্যাশা সব ফুটবলপ্রেমীর। এবার ফিফা সভাপতিও জানালেন সেই কথা।

কাতারে সদ্য অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই কাতার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক আবজল রহমানের সঙ্গে এক ভিডিওতে ফিফা সভাপতি বাংলাদেশ নিয়ে কথা বলেন। তিনি বলেন,‘এগিয়ে যাও বাংলাদেশ।’ এছাড়াও ফিফা সভাপতি আরও বলেন,‘বিশ্বকাপে তোমার অপেক্ষায় বাংলাদেশ।’

বর্তমানে বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮০তম দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই আসরের।