শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৯ নভেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনলাইনে ক্লাস


DU

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য দুই সপ্তাহের ছুটি ঘোষণা করলেও রোববার থেকে অনলাইন ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামসুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে। বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন।

এ ছাড়া ভূমিকম্প ও আফটারশকে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কার বিষয়ে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কে সিদ্ধান্ত পরে জানানো হবে। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্তে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের জন্য দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।