বাংলা টেলিগ্রাফ ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশ: ১৩ অক্টোবর ২০১২, ১২:৪৮ পূর্বাহ্ন
ছবি সংবাদঃ স্যামসাং এবার গ্রাহকদের জন্য নিয়ে এল মিনি গ্যালাক্সী এস৩। ৪ইঞ্চির এই মোবাইল চলবে এন্ডরয়েডের সর্বশেষ ভার্সনে এবং এতে প্রসেসর হিসেবে থাকছে ডুয়েল কোর। উল্লেখ্য গ্যালাক্সী এস৩ ছিল ৪.৮ইঞ্চি এবং সম্প্রতি বাজারে আসা আইফোন হল ফাইভ ৪ইঞ্চি।