শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ ডিসেম্বর ২০১৪, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

পরীক্ষা না দিয়েই জিপিএ পাঁচ!


একটি পরীক্ষাতেও অংশ না নিয়েই সবক’টিতে সর্বোচ্চ জিপিএ পাঁচ পেয়ে গেলো এক পিএসসি ( প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষার্থী। এমন অদ্ভুতুড়ে ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধায়।

সাকিবের মার্কশিট। ছবি সৌজন্যঃ দৈনিক যুগান্তর

সাকিবের মার্কশিট। ছবি সৌজন্যঃ দৈনিক যুগান্তর

খবরে প্রকাশ, উপজেলার সিন্দুর্ণা বিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ ইসলাম সাকিব পরীক্ষার আগেই আগেই ঢাকা চলে যায়। সেখানে তারা স্বপরিবারে গার্মেন্টসে কাজ করায় আর বাড়ি ফিরেনি। তাই সে এবছর সমাপনি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

অথচ স্কুলে আসা মার্কশিটে দেখা গেছে, সাকিব সব বিষয়ে এ প্লাস পেয়েছে!

এদিকে একই স্কুলের শিক্ষার্থী মিম মানতাসা সব বিষয়ে অংশ নিলেও রহস্যজনক কারনে তাকে বাংলা পরীক্ষায় অনুপুস্থিত দেখানো হয়েছে। সংগতকারণেই পুরো পরীক্ষাতেই তাঁকে অকৃতকার্য দেখানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্বাছ আলী ভুইঁয়া গণমাধ্যমের কাছে বিষয়গুলোকে ‘অনাকাঙ্ক্ষিত’ ভুল দাবী করে বলেছেন, “সংশোধনের ব্যবস্থা করা হবে।”