রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ ফেব্রুয়ারী ২০১৫, ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার

পরিচয় মিলেছে আবুধাবিতে অগ্নিকাণ্ডে নিহত ৩ বাংলাদেশির


ctgসংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন- রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাট এলাকায় আবদুস সোবহানের ছেলে এনামুল হক, ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউপির লিচুতলা এলাকার মৃত মীর আহম্মদের ছেলে আবদুশ শুক্কুর ও নাজিরহাট পৌরসভার নুরুল আবছারের ছেলে সেলিম উদ্দিন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন রাউজানের নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম ও ফটিকছড়ির ইউএনও মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে আবুধাবির শিল্পনগরী মোসাফফাহ এলাকার একটি দ্বিতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন বাংলাদেশিসহ আরো অনেকে আহত হন।