শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৩ অক্টোবর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
শেয়ার

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেলালের, পরিবারে শোকের মাতম


belal

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি বেলাল উদ্দিন (৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবন শেষ হলো আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে, আর স্বজনদের কাঁদিয়ে অন্ধকারে ডুবে গেল তার পরিবার।

নিহত বেলালের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামে। বাবা মকবুল আহমেদের দ্বিতীয় ছেলে তিনি। পেশাগত জীবনে ছিলেন ট্রাকচালক। স্ত্রী ও দুই ছোট সন্তান রেখে গেছেন তিনি। আহত দুই বাংলাদেশি হলেন, মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ রিদওয়ান (২৫)।

আহত মোবারক হোসেন ও মোহাম্মদ রিদওয়ান বুরজিল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকালে আবুধাবির আলআইন–দুবাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস জানান, সেদিন সকালে আল আইনের একটি খামার থেকে মুরগি সংগ্রহ শেষে আজমান ফিরছিলেন তারা। পথে কুয়াশাচ্ছন্ন সড়কে একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আহত মোবারক হোসেন ও মোহাম্মদ রিদওয়ান বর্তমানে আবুধাবির বুরজিল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রবাসে ঘাম-রক্ত ঝরিয়ে সংসার চালাতেন বেলাল। কিন্তু হঠাৎ মৃত্যুতে অনিশ্চয়তায় ভুগছে তার পরিবার। প্রতিবেশী মোক্তার আহমেদ বলেন, বেলাল ভীষণ শান্ত-ভদ্র মানুষ ছিলেন। তার স্ত্রী ও ছোট দুই সন্তান এখন অসহায় হয়ে পড়েছে। কীভাবে চলবে তাদের জীবন—এই চিন্তাই সবাইকে ভেঙে দিচ্ছে।

বর্তমানে নিহতের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। সব ধরনের আইনি ও পুলিশি প্রক্রিয়া শেষে শিগগিরই লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।