অনলাইন প্রতিবেদক, ৪ জুলাই ২০১৩:
ক্যামেরাসহ ইলেক্ট্রনিক্স পণ্য তৈরী করতে ভিয়েতনামে কারখানা করবে স্যামসাং। এই কারখানা তৈরীতে ব্যয় করা হবে ৭৫০ মিলিয়ন ডলার। স্যামসাং আজ বৃহস্পতিবার জানিয়েছে, আগামী বছরের শুরুতে এই কারখানার কাজ শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে উৎপাদন শুরু হবে।
এটি হবে কোরিয়ার বাইরে স্যামসাং এর নবম কারখানা। এর আগে স্যামসাং চীনে পাঁচটি, থাইল্যান্ডে দুইটি এবং ফিলিপাইনে একটি কারখানা করেছে।





























