রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ অগাস্ট ২০১৩, ২:২৯ অপরাহ্ন
শেয়ার

বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে আবারো চীনা জাহাজ


সিউল, ৪ জুলাই ২০১৩:

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের পানিসীমায় নতুন করে চারটি চীনা টহল জাহাজ প্রবেশ করেছে বলে জাপানের উপকূলরক্ষীরা অভিযোগ করেছেন।জাপান উপকূলরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে ৯-৪০ মিনিটের মদ্যে বিরোধপূর্ণ সেনকাকু দ্বীপপুঞ্জের পানিসীমা চারটি চীনা টহল জাহাজ প্রবেশ করে।

image_56390র আগে গত ২৬ জুলাই বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রথমবারের মত চীনা উপকূলরক্ষীদের জাহাজ ঢুকেছিল।

দিয়াইয়ু বা সেনকাকু দ্বীপপুঞ্জের ওই এলাকা নিয়ে গত চার দশক ধরে জাপানের সঙ্গে চীনের বিরোধ চলছে। গত সেপ্টেম্বরে এ দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপকে জাপান জাতীয়করণ করার পর বিরোধ তীব্র আকার ধারণ করে এবং এ দ্বীপপুঞ্জের চারপাশের সাগরে চীন ক্রমেই আরো সক্রিয় হয়ে উঠছে। সুত্রঃ ঢাকা টাইমস