রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ অগাস্ট ২০১৩, ১০:২১ অপরাহ্ন
শেয়ার

৬ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বান কি মুন


অনলাইন প্রতিবেদক, ২২ আগষ্ট, ২০১৩:

PYH2013082209750034100_P2
৬ দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন সফরকালে তার নিজের শহর চুংজুতে ওয়ার্ল্ড রোয়িং চ্যাম্পিয়নশীপে বক্তব্য রাখবেন। এছাড়া প্রেসিডেন্ট পার্কের সাথেও তিনি সাক্ষাত করবেন বলে জানা গেছে। খবরঃ ইউনহাপ