শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২০ নভেম্বর ২০১৩, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

ট্যাবলেট বিক্রি দ্বিগুণ করার পরিকল্পনা স্যামসাংয়ের


সিউল, ২০ নভেম্বর ২০১৩:

২০১৪ সাল নাগাদ ট্যাবলেট বিক্রি দ্বিগুণেরও বেশি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। এ হিসাবে কোম্পানিটি আগামী বছরের মধ্যে ১০ কোটি ট্যাবলেট বিক্রি করবে। খবর ইয়াহুর। কয়েক বছর আগেও স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে স্যামসাং খুব বড় নাম ছিল না। কিন্তু বর্তমানে ভারতের মতো বিশ্বের অনেক দেশেই কোম্পানিটি বাজার দখলে শীর্ষস্থানে রয়েছে। কোম্পানিটি বেশ কয়েক মাস ধরে ট্যাবলেট বিক্রিতে মনোযোগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় তারা বিশ্বজুড়ে ট্যাবলেট বিক্রির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

images (1)দক্ষিণ কোরীয় কোম্পানিটি আগামী বছরের মধ্যে ১০ কোটি ট্যাবলেট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে তারা প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। নতুন লক্ষ্যমাত্রা অর্জিত হলে প্রতিষ্ঠানটি ট্যাবলেট বিক্রিতে বিশ্বের মধ্যে শীর্ষস্থান অর্জন করতে পারে বলেও মনে করছেন তারা।

দুই প্রান্তিক ধরে কোম্পানিটি বিশ্বজুড়ে বিপুলসংখ্যক স্মার্টফোন ও ট্যাবলেট সরবরাহ করেছে। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিযোগীরা সবাই মিলিয়ে যে স্মার্টফোন সরবরাহ করেছে স্যামসাং একাই তার চেয়ে বেশি স্মার্টফোন সরবরাহ করেছে। এবার তারা ট্যাবলেট সরবরাহ বৃদ্ধি করার পরিকল্পনা করছে। স্মার্টফোনের মতো ট্যাবলেটের বাজারেও কোম্পানিটি যদি একই অবস্থান তৈরি করতে পারে, তবে সংশ্লিষ্ট বাজারে তারা যেকোনো প্রতিযোগিতার ঊর্ধ্বে চলে যাবে বলে মত বিশ্লেষকদের।

২০১২ সালে প্রতিষ্ঠানটি দুই কোটির মতো ট্যাবলেট সরবরাহ করেছে বলে জানায়। চলতি বছর এসে এ সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে চার কোটিতে দাঁড়িয়েছে। সূত্রঃ বণিকবার্তা।