দুই কোরিয়ার মধ্যে বৈরিতা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নেবে উত্তর কোরিয়ার ফুটবলাররা।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মাধ্যমে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে এশিয়াডে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের নিশ্চয়তা পাওয়া গেছে । উত্তর কোরিয়া জানিয়েছে, এ আসরে তারা পুরুষ ও মহিলা ফুটবল দল পাঠাবে।
যদিও আসর শুরু হতে এখনো সাত মাস বাকি। সম্পর্কোন্নয়নের সদিচ্ছার ইঙ্গিত হিসেবে উত্তর কোরিয়া অনেক আগে থেকেই এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস চলবে।





























