শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৪ মে ২০১৪, ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার

বদ অভ্যাস হ্রাস করতে পারলে ৩ কোটি ৭০ লাখ লোকের অকাল মৃত্যু রোধ


সিউল, ৪ মে ২০১৪:

ধূমপান, মদপান, লবণ খাওয়া, স্থুলতা, উচ্চ রক্তচাপ ও রক্তে ব্যাপকহারে শর্করার মাত্রা কমাতে পারলে ২০২৫ সাল নাগাদ ৩ কোটি ৭০ লাখ লোকের অকাল মৃত্যু রোধ করা যাবে। শনিবার ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী এসব ঝুঁকি হ্রাস করতে পারলে ২০১০ সালের তুলনায় ২০২৫ সাল নাগাদ হৃদপিণ্ড বা ফুসফুসজনিত রোগ, স্ট্রোক, ক্যান্সার ও ডায়াবেটিসের কারণে ২২ শতাংশ পুরুষ ও ১৯ শতাংশ নারীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

Smoking-while-drinkingগবেষকরা বলেন, বিশ্বব্যাপী ঝুঁকি কমাতে পারলে ৩০ থেকে ৭০ বছর বয়সী কমপক্ষে ১ কোটি ৬০ লাখ লোক এবং ৭০ বছর বা এর চেয়ে ১৫ বছরের বেশি বয়স্ক কমপক্ষে ২ কোটি ১০ লাখ লোকের অকাল মৃত্যু রোধ করা যাবে।

গবেষণায় তামাকের ব্যবহার ৩০ শতাংশ, মদ পান ১০ শতাংশ, লবণ খাওয়া ৩০ শতাংশ ও উচ্চ রক্তচাপ ২৫ শতাংশ হ্রাস এবং স্থুলতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলা হয়েছে।
কেবলমাত্রা ৫০ শতাংশ ধূমপান হ্রাস করা গেলে ২০২৫ সাল নাগাদ ২৪ শতংশেরও বেশি পুরুষ এবং ২০ শতাংশ নারীর অকাল মৃত্যু রোধ করা যাবে।
গবেষণার জন্য জাতীয় জনসংখ্যা ও মহামারী রোগ বিষয়ক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে।