শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৫ মে ২০১৪, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

বিদেশগামী শিক্ষার্থীরা ট্রানজিট ব্যয় হিসেবে ৫শ’ ডলার বহন করতে পারবেন


সিউল, ৫ মে ২০১৪:

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ট্রানজিট খরচ হিসেবে অর্থ বহনের পরিমাণ বাড়ানো হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার সময় ২শ’ মার্কিন ডলারের পরিবর্তে ৫শ’ ডলার পর্যন্ত বহন করতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অথরাইজড্ ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

5859_1সার্কুলারে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতিমালার আলোকে বিদেশ ভ্রমণের সময় শিক্ষার্থীরা ট্রানজিট ব্যয় হিসেবে ২শ’ ডলারের বেশি বহন করতে পারে না। এতে শিক্ষার্থীদের বেশ সমস্যায় পড়তে হয়। এর প্রেক্ষিতে তাদেরকে ট্রানজিট ব্যয় হিসেবে বেশি অর্থ বহনের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, সীমিত আকারে ট্রানজিট খরচ বহনের অনুমতি থাকায় শিক্ষার্থীরা বিদেশে গিয়েই শুরুতে আবাসনসহ খাওয়ার জন্য আর্থিক সংকটে পড়ে। এ সমস্যার সমাধানে তাদের ট্রানজিট খরচ হিসেবে বেশি অর্থ বহনের অনুমতি দেয়া হচ্ছে।