ফিলিস্তিনপন্থী আন্দোলনের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের গ্রেফতার করছে পুলিশ। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থী ও প্রশাসনের সম্পর্ক বেশ নাজুক অবস্থায় আছে। প্রতিদিনই শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করছে পুলিশ।
গ্রেফতারের সঠিক সংখ্যা না জানা গেলেও ধারণা করা হচ্ছে প্রায় ১৩০০ শিক্ষার্থী এখন পর্যন্ত এই আন্দোলনের জন্য গ্রেফতার হয়েছেন।
কমপক্ষে ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব ক্যাম্পাসে এই আন্দোলন করছে। শিক্ষার্থীদের দাবি গাজায় ইজরায়েল আগ্রাসনের দায়ে ইজরায়েলের সাথে বিশ্ববিদ্যালয়সমূহ কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না।
আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে নিউইয়র্কে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটি। এছাড়া, সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাসহ প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে গত বুধবারে উত্তর ও মধ্য গাজার লোকজন একত্র হয়ে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলনের জন্য ধন্যবাদ জানিয়েছে।
ডা. সাদ আবু সারবান নামে আল-আকসা মার্টার্স হাসপাতালের এক চিকিৎসক সিএনএনকে জানান,”পৃথিবীর সর্বত্র অসংখ্য মানুষ আছে যারা জানে গাজায় এখন কি হচ্ছে।”
তিনি আমেরিকার শিক্ষার্থীদের তাদের সংহতির জন্য ধন্যবাদ জানান।





























