৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সে তথ্য প্রকাশ করেনি পিএসসি।
কমিশনের তথ্য অনুযায়ী, ফলাফল সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে জানার জন্য PSC 48 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ তথ্য জানিয়ে ফিরতি বার্তা পাঠানো হবে। যেমন—PSC 48 123456 Send to 16222। এছাড়াও, যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।



























