বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) পর্যায়ের ফলাফলে বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত মেধাতালিকায় সেরা দশে স্থান পাওয়া ছয়জনই বাংলাদেশি, যা মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ গৌরবের মুহূর্ত।
শনিবার (২৬ জুলাই) আল-আজহারের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। সেখানে আরবি সাহিত্য (আদবী) শাখায় টপ-টেন তালিকায় বাংলাদেশের ছয়জন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ অবস্থান ঘোষণা করা হয় এবং তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সেরা দশে স্থান পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন:
মোহাম্মদ আকরাম হুসাইন (নাটোর) – ৯৪.৬৩ শতাংশ নম্বর নিয়ে তৃতীয়।
সাদিকুর রহমান সাফওয়ান (সিলেট) – ৯৪.৪৮ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ।
আশরাফুল ইসলাম – ৯২.৯৯ শতাংশ নম্বর নিয়ে পঞ্চম স্থান।
মুহিউদ্দীন আব্দুল কাদের (রাজশাহী) – ৯২.২৯ শতাংশ নম্বর নিয়ে ষষ্ঠ।
আতহার আলী (চাঁদপুর) – ৯২.২৯ শতাংশ নম্বর নিয়ে সপ্তম
মোহাম্মদ ইমরান আহমদ ফিরদাউস (সিলেট) – ৯১.৯৪ শতাংশ নম্বর নিয়ে ৯ম স্থান
ফলাফলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে সোমালিয়ার এক শিক্ষার্থী (৯৫.০৭ শতাংশ) এবং ইন্দোনেশিয়ার মারিয়াম হাসান আদম (৯৪.৭৮ শতাংশ)।
এছাড়াও স্নাতক পর্যায়ের বিভিন্ন শাখার ফলাফলেও একাধিক বাংলাদেশি শিক্ষার্থী মেধাতালিকায় স্থান করে নিয়েছেন, যা বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।
বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সাধারণ সম্পাদক এস.এম. ফকরুল ইসলাম বলেন, “এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, বরং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মর্যাদাকেও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে।” তিনি সবার প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।



























