শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৯ জুলাই ২০২৫, ৪:০০ অপরাহ্ন
শেয়ার

ঢাবিতে দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ শিক্ষা বিষয়ক সেমিনার


ঢাবিতে দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ শিক্ষা বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ: চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা’ প্রতিপাদ্যে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের এম এ লতিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড এনভায়নমেন্টাল সায়েন্সেস, ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং ডিপার্ট্মেন্ট অব ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেসিলেন্স যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর চায়না স্টাডিজের বাংলাদেশি পরিচালক ড. শামশাদ মর্তুজা।
এ ছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের সিছুয়ান বিশ্ববিদ্যালয়–হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালযয়ের সহকারী অধ্যাপক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্গঠন ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বিংওয়েই থিয়ান।

মূল প্রবন্ধে বিংওয়েই থিয়ান তুলে ধরেন চীনে প্রাকৃতিক দুর্যোগের বাস্তব চিত্র। সেখানে শতাধিক প্রাকৃতিক দূর্যোগের কথা উঠে আসে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের জাতীয় পরিকল্পনার বিবর্তনের বিষয়ও তুলে ধরেন তিনি।

প্রবন্ধে উঠে আসে ভূমিকম্প, বন্যা, খরা কিংবা মহামারির মতো নানা ধরনের দুর্যোগ মোকাবেলায় চীন কীভাবে কাজ করে। চীনের একটি সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থাপনা কাঠামো তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর চায়না স্টাডিজের চীনা পরিচালক ড. লিউ চংই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা পরিচালক ড ইয়াং হুই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।