শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৯ জুলাই ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
শেয়ার

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর


 

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ ডাকসু’র কেন্দ্রিয় ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।

ঢাকা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসের ৬টি কেন্দ্রে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডাকসু নির্বাচনের ভোটার তালিকার খসড়া আগামীকাল এবং চূড়ান্ত তারিখ আগামী ১১ আগস্ট প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরন ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২০ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ আগস্ট।