শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩১ জুলাই ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার

ঢাবির সিনেটে নতুন ৫ ‘শিক্ষাবিদ সদস্য’ নিয়োগ দিলেন রাষ্ট্রপতি


du-senateঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে নতুন পাঁচজন অধ্যাপককে ‘শিক্ষাবিদ সদস্য’ হিসেবে মনোনয়ন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(ই) ও ২০(২) ধারার ভিত্তিতে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে এই পাঁচ শিক্ষাবিদকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাবির সিনেটে মোট ১০৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে পাঁচজনকে ‘শিক্ষাবিদ সদস্য’ হিসেবে মনোনয়ন দেন রাষ্ট্রপতি ও আচার্য। সাধারণত প্রতিবছর জুন মাসে ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এবার নির্ধারিত সময়ে অধিবেশন অনুষ্ঠিত হয়নি।