
যথাযোগ্য মর্যাদায় জুলাই-আগস্ট বিপ্লবের ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ অনুষ্ঠান উদযাপন করেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং এর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন হংকং এর নেতৃবৃন্দ, আন্তর্জাতিক আমদানী-রপ্তানিকারক, গার্মেন্টস ব্যবসায়ী, হংকংস্থ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র-ছাত্রী, বাংলাদেশ প্রফেশনাল প্লাটফর্মের সদস্যবৃন্দ এবং কন্স্যুলেটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।




























