রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ অগাস্ট ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ডোপ টেস্টে পজিটিভ: চবির নাট্যকলা বিভাগে দুই প্রার্থীর শিক্ষক পদে নিয়োগ অনিশ্চিত



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের ইউরিনে ক্যানাবিনয়েডস পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট বাধ্যতামূলক। আর তাতে মাদক সনাক্ত হলে নিয়োগ বাতিল হবে—এ কথাও স্পষ্টভাবে উল্লেখ আছে নীতিমালায়। ফলে দুই প্রার্থীর নিয়োগ বাতিলের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।

গত ৪ আগস্ট নাট্যকলা বিভাগে সহকারী অধ্যাপক পদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে তিনজনকে চূড়ান্ত করা হয়। এরপর নিয়ম অনুসারে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, যার অংশ হিসেবে ডোপ টেস্ট নেওয়া হয়। গত বুধবার এই দুই প্রার্থীর রিপোর্ট পজিটিভ আসে এবং তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ডোপ টেস্টে পজিটিভ আসা কেউই বিশ্ববিদ্যালয়ের কোনো পদে যোগ দিতে পারবেন না। তাদের নিয়োগ বাতিল হবে।”

তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে দুইজন প্রার্থীকেই আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে দুই অভিযুক্ত শিক্ষকই মাদকের অভিযোগ অস্বীকার করেছেন। একজন জানান, “আমি এই বিভাগের প্রথম মেধাক্রমধারী ছিলাম। মাদক সেবনের প্রশ্নই আসে না। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

অন্যজন বলেন, “আমি কখনোই কোনো ধরনের মাদক গ্রহণ করিনি। চাইলে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত আছি।”