রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৭ অগাস্ট ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি: ফল প্রস্তুতের কাজ শেষ, সুপারিশ পাবেন ৪১ হাজারের বেশি প্রার্থী


ntrca
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেন এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম। বৈঠকে নিয়োগ প্রক্রিয়া ও সারসংক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমান।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, খুব দ্রুতই নিয়োগের সুপারিশ দেওয়া হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আগে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা ঠিক হবে না।

গত ১৬ জুন প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে স্কুল-কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় এক হাজার ১১০টি পদ শূন্য।

তবে বিজ্ঞপ্তিতে লক্ষাধিক পদের বিপরীতে আবেদন করেন মাত্র ৫৭ হাজারের বেশি প্রার্থী। ফলে এবারও প্রায় অর্ধেক পদ শূন্যই থেকে যাবে বলে জানা গেছে।