শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি: ছাত্রদল


du-newsঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সদস্যরা। সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ২৪ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পর ডাকসু ও হল সংসদ নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে আসছে ছাত্রদল।

তবে তিনি অভিযোগ করেন, সোমবার ছিল ডাকসু ও হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। বিকাল সাড়ে ৩টার দিকে ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু শিক্ষার্থী ফরম সংগ্রহ করতে গেলে হলের একদল শিক্ষার্থী তাদের বাধা দেয়, মানসিকভাবে হেনস্তা করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালায়।

শিপন আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং কর্মকর্তা ও হল প্রভোস্টকে অবগত করা হলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে ওই শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ছাড়াই ফিরে আসতে বাধ্য হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।