শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার

প্রাথমিকে ১৩ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি এ সপ্তাহেই


primary-school-teacher
চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

তিনি বলেন, “সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ পদগুলোতে নিয়োগে কোনো আইনগত বাধা নেই। নিয়োগবিধিতে কিছু সংশোধনের প্রস্তাবনা থাকলেও তা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

ডিজি আরও জানান, “আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। চলতি আগস্ট মাসেই আগামী সাত দিনের মধ্যে ১৩ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমবে।”

শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

সভায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেন, “শুধু হাওরাঞ্চল নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় শিক্ষকরা কাজ করতে আগ্রহী নন। তারা শহরে বদলি পেতে নানা মাধ্যমে চেষ্টা করেন। এটি বদলি-তদবিরের চাপ তৈরি করে এবং সামাজিক ও রাজনৈতিক সমস্যার সৃষ্টি করে।”

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।